আনন্দমার্গীয় বিধিতে  অন্নপ্রাশন  ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সিউড়ি ঃ গত ২০ এপ্রিল বীরভূম জেলার গণপুর নিবাসী  শ্রী বিকাশ চৌধুরী ও শ্রীমতী কৃষ্ণা চৌধুরীর একমাত্র পুত্র  ও পুত্রবধূর কন্যা সন্তানের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান  তাঁদের নিজবাসভবনে অনুষ্ঠিত হয়৷  এই অনুষ্ঠানে সকাল তিনঘন্টা ব্যাপী  ‘‘বাবা নাম কেবলম্’’  অখন্ড নাম সংকীর্ত্তন হয়৷ এরপর সাধনা ও গুরুপূজার পরে স্বাধ্যায় করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত৷ মার্গীয় বিধিতে অন্নপ্রাশন সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য চিরাগতানন্দ অবধূত৷ নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দপ্রজ্ঞাধীশা আচার্র্য৷ তিনি শিশুকন্যার নামকরণ করেন ‘চিরশ্রী’৷