আনন্দমার্গীয় বিধিতে অন্নপ্রাশনও নামকরণ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ৪ঠা সেপ্ঢেম্বর কাঁথির  জেঠাইবাড়ীতে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অমলেশ মান্নার পৌত্রের অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দসুধাকল্প আচার্যা৷ অনুষ্ঠানে শিশুর নাম রাখা হয় তন্ময়৷ এই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও  কীর্ত্তন  পরিবেশন করেন আচার্যা, অবধূতিকা আনন্দপূর্ণ প্রাণা আচার্যা, আনন্দ কর্মব্রতা আচার্যা, ব্রহ্মচারিণী মন্দ্রিতা আচার্র্য পূর্ণব্রতানন্দ অবধূত৷ অনুষ্ঠানের পর আনন্দমার্গের  সমাজশাস্ত্রের বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন শ্রী ভবানী ঘোষ , শ্রী সুভাষ পাল ও শ্রী জ্যোতির্ময় পাহাড়ী (প্রাক্তন প্রধান শিক্ষক , খাকুরদা বড়মোহনপুর হাইস্কুল)৷ জ্যোতির্ময় বাবু আনন্দমার্গের এই অনুষ্ঠান দেখে বললেন-আমি শেষ বয়সে এসে অমৃতের সন্ধান পেলুম৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দমার্গের স্থানীয় ইয়ূনিট সেক্রেটারী শ্রীলক্ষ্মণ চন্দ্র বেরা৷ প্রায় তিন শতাধিক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷