সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই এপ্রিল ঝাড়গ্রামে বিশিষ্ট মার্গী শ্রীরতিকান্ত মাহাত ও দীপালী মাহাত-র নোতুন বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠানহয়৷ উক্ত অনুষ্ঠানে তিনঘন্ট্যাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহানামসংকীর্ত্তন হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার পর উক্ত অনুষ্ঠানে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ এরপর শ্রীরতিকান্ত মাহাত ও দীপালী মাহাত-র কনিষ্ঠ পুত্রসন্তানের নামকরণ অনুষ্ঠানটিও পালিত হয়৷