১৭ই মার্চ ২০২৫, চিৎমু গ্রামের নিবাসী ভ্রাতৃদ্বয়কনিষ্ঠ মিঠুন গরাঞ ও তাঁর স্ত্রী জ্যোতি গরাঞের একমাত্র কন্যা অরুণিমার দ্বিতীয় জন্মদিন আর মধ্যম মুকুল গরাঞ ও তাঁর স্ত্রী পূর্ণিমা গরাঞের একমাত্র পুত্র অর্ণবের তৃতীয় জন্মদিন, তৎসহ অর্ণবের হাতে খড়ি অনুষ্ঠান তাঁদের নিজ বাসভবনে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধি অনুসারে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে উদ্যাপিত হয়৷
উৎসবের সূচনায় প্রভাত সঙ্গীত (আধ্যাত্মিক সংগীত) ও ‘‘বাবা নাম কেবলম নামকীর্তনের ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়৷ এরপর মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায়ের মাধ্যমে অনুষ্ঠানের আধ্যাত্মিক পরিমণ্ডল সুদৃঢ় হয়৷ জন্মতিথির তাৎপর্য ও তার অন্তর্নিহিত দর্শন ব্যাখ্যা করা হয়, যা উপস্থিত সকলকে ভাবনায় উদ্বুদ্ধ করে৷
পরিশেষে, আশীর্বাদের রীতি অনুযায়ী, অরুণিমা ও অর্ণবের মঙ্গল কামনায় তাঁদের গুরুজনেরা শুভ তিলক অঙ্কন করেন ও পবিত্র ফুল-দুর্বার স্পর্শে আশীর্বাদ প্রদান করেন৷ অনুষ্ঠানটি প্রীতিভোজের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয