আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 

 শ্যামনগর ঃ নোতুন পৃথিবী কার্র্যলয়ের কর্মী ও একনিষ্ঠ সাধক শ্রী ভবেশ বসাকের  পিতা শ্রী ভগীরথ বসাক  গত ২৩ অক্টোবর বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেন৷ আনন্দমার্গীয়  বিধিত তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়৷ পরে গত ২৯ শে অক্টোবর   প্রয়াতের  জগদ্দলস্থ  বাসভবনে আনন্দমার্গীরা বিধিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সত্যশিবানন্দ  অবধূত ৷ এছাড়াও  এই অনুষ্ঠানে  আচার্য প্রমথেশানন্দ অবধূত কলকাতা ও উত্তর ২৪ পরগণার  অনেক  আনন্দমার্গী, ও ভবেশ বসাকের সঙ্গে তাঁর  আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন৷

শ্রাদ্ধানুষ্ঠানের পাঠের পর  আচার্য সত্যশিবানন্দ অবধূত মৃত্যুর পর মানুষের কী হয়, মানুষের জীবনের  পরমলক্ষ্য -এ সমস্ত বিষয়ে ও আনন্দমার্গীয় সমাজশাস্ত্র বিষয়ে বক্তব্য রাখেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, আনন্দমার্গ সর্বপ্রকার অন্ধবিশ্বাস কুসংস্কার--মুক্ত আদর্শ সমাজব্যবস্থা গড়তে চায়  অনুষ্ঠানে ভক্তিমূলক প্রভাত সঙ্গীত ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্যে নির্দিষ্ট প্রভাত সঙ্গীত  পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন  হরলাল হাজারী ও স্বপন সাহা৷