আনন্দমার্গীয় প্রথায় বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরগণার পশ্চিম কোদালিয়া ঘোলা গ্রামের বাসিন্দা শ্রীযুক্ত বিনয় রায় ও শ্রীমতী বিনতা রায়ের পুত্র প্রভাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পূর্ব মেদিনীপুর সুরানানকা গ্রামের কল্যাণীয়া রেণুকার সহিত৷ গত ২৬শে ফেব্রুয়ারী নিউ ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে মার্গীয় বিধিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের পর বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে প্রথমেই আনন্দমার্গের সমাজশাস্ত্র  চর্যাচর্য ও আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ দীপ্তা আচার্যা ও পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরুপে সঞ্চালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷