আনন্দমূর্ত্তিজীর আদর্শ প্রচারে উদ্যোগ নিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মানব কল্যাণে আনন্দমার্গের আদর্শ  ও ভাবধারা প্রচারের উদ্যোগ নিয়েছে আনন্দমার্গ প্রচারক সংঘ৷ সংঘের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়৷ গত ২২শে জুন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এক অনুষ্ঠানের আয়োজন করেছিল৷ ছাত্র ও শিক্ষক সমাজে আনন্দমার্গের আদর্শ ও নব্যমানবতাদের ভাবধারা পৌঁছে দিতে আনন্দমূর্ত্তি রচিত সমস্ত পুস্তক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে রাখা হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসাইন,রেজিষ্টার অধ্যাপক দীপক শর্র্ম ও আনন্দমার্গ প্রচারক সংঘের জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷

২২শে জুন দর্শন ও সংসৃকত বিভাগের উদ্যোগে আনন্দমার্গ দর্শনের সৃষ্টিতত্ত্বের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ব্রহ্ম ও সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করেন আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷ এছাড়াও যোগ ও আসনের উপরও আলোচনা হয়৷