সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১২ ও ১৩ই আগষ্ট কলকাতা থেকে চারজন ও পুরুলিয়া জেলার হুড়া থানার মহাত্মা গান্ধী কলেজের অধ্যাপক স্বরূপ কোলে ও তাঁর স্ত্রী, বলরামপুর বাগাতি হাইস্কুলের শিক্ষিকা মিতা চক্রবর্তী ও তাঁর শিশু সন্তান, মিতা দেবীর বাবা-মা আনন্দনগর পরিদর্শনে আসেন৷ ওনারা আনন্দনগরে শিক্ষা ও সেবামূলক প্রকল্প, মাল্টা ফলের বাগান, অস্থি পাহাড়, বেলামু পাহাড়, বাবার স্মৃতিসৌধ, জলবন্ধ (চেকড্যাম্) প্রকল্প, নবচক্র গুহা মৃত আগ্ণেয়গিরি প্রভৃতি পরিদর্শন করেন৷ আনন্দনগরে আনন্দনগরের কর্মযোগ্য ও পরিবেশ দেখে সকলে মুগ্দ হন৷