সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
৭-১০ই মার্চ’২৪ কলকাতা ও হুগলি জেলা থেকে দুটি গ্রুপে আনন্দমার্গের অনুগামী ও শুভানুধ্যায়ীগণ আনন্দনগর বেড়াতে আসেন৷ কলকাতা কেন্দ্রিক গ্রুপটি আনন্দমার্গ বয়েজ হাইস্কুলের ছাত্রদের কবাডি প্রশিক্ষণ শুরু করেন৷ হুগলির পারিবারিক দলটি আমাদের শিশু সদনের ছেলে-মেয়েদের পৃথকভাবে মধ্যাহ্ণ ভোজনের আয়োজন করেন ও তাদের সঙ্গে মিলিত আহার করেন৷ এঁনারা আনন্দনগরের দর্শণীয় স্থান যথা নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি, অস্থি পাহার, তন্ত্রপীঠ, প্রাচীন জৈনমন্দির, মাল্টা-মোসাম্বি বাগান, কাজুবাদাম বাগান, আম বাগান, জল বন্ধ প্রকল্প, শিশুসদন, উমা নিবাসের মহিলা বিভাগের বিভিন্ন প্রকল্পগুলো পরিদর্শন করেন৷ আনন্দমার্গের সেবা ও বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অত্যন্ত খুশী হন৷