সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২৩শে ফেব্রুয়ারি ২০২৫, জেল্যাডি গ্রামে একদিবসীয় আনন্দনগর ‘‘এ’’ ডিট লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দনগর ডায়োসিস সেক্রেটারী আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত ও আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গের সমাজ দর্শন ও আধ্যাত্মিক অনুশীলনের বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ ও প্রাঞ্জল আলোচনা উপস্থাপন করেন৷