আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৌশিকী দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৬ই সেপ্ঢেম্বর আনন্দনগর হাইস্কুল ও উমানিবাসের ছাত্র-ছাত্রারা কৌশিকী দিবস পালন করে৷ ১৯৭৮ সালের এই দিনে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৌশিকী নৃত্যের প্রবর্তন করেন৷ মূলতঃ এই নৃত্য মেয়েদের জন্যে হলেও পুরুষরাও এই নৃত্য অভ্যাস করতে পারে৷ এই নৃত্য নিয়মিত অভ্যাস করলে শারীরিক ও মানসিক দিক দিয়ে মানুষ সুস্থ ও সবল থাকবে৷

শিক্ষক দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দমার্গ হাইস্কুল, কলেজ ও হোস্টেলের ছাত্র ও শিক্ষকবৃন্দ ৫ই সেপ্ঢেম্বর শিক্ষক দিবস পালন করেন৷ আবৃত্তি, গান ও আদর্শ শিক্ষা ব্যবস্থার ওপর আলোচনা ইত্যাদির মাধ্যমে দিনটি অতিবাহিত করেন৷

গুরুকূল দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ ৭ই সেপ্ঢেম্বর আনন্দনগর ভেটারনারি কলেজে গুরুকূল দিবস পালিত হয়৷ ১৯৯০ সালের ৭ই সেপ্ঢেম্বর পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী গুরুকূল শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন৷ আনন্দনগরের ছাত্র ও শিক্ষকবৃন্দ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপিন করেন৷

২৪ ঘণ্টা অখণ্ড কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা ঃ ৭ ও ৮ই সেপ্ঢেম্বর আনন্দনগরস্থিত টাটুয়ারা গ্রামে ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ৭ই সেপ্ঢেম্বর সকাল সাতটায় কীর্ত্তন শুরু হয় ও ৮ই সেপ্ঢেম্বর সকাল ৭টায় এই কীর্ত্তন শেষ হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর নারায়ণ সেবার আয়োজন ছিল৷

ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১০ ও ১২ই সেপ্ঢেম্বর আচার্য কীর্তানন্দ অবধূত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন আনন্দনগর এস.এস.এ.সি ক্লাব৷ চারটি গ্রুপে ভাগ করে আনন্দনগর হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা হয়৷ প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হয় এ গ্রুপের দুইটি দলের মধ্যে৷ এখানে বিজয়ী হয় চিরকামু গ্রাম ফুটবল দল৷ বি গ্রুপের সেমিফাইনালে বিজয়ী হয় আনন্দনগর এস এস এ সি ক্লাব৷ আনন্দনগর এস.এস.এ.সি. ক্লাব এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে৷

প্রভাত সঙ্গীত দিবস

নিজস্ব সংবাদদাতা ঃ ১৪ই সেপ্ঢেম্বদ্দর আনন্দনগরে প্রভাত সঙ্গীত দিবস পালিত হয়৷ ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর তৎকালীন বিহারের দেওঘরে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রথম সঙ্গীত রচনা শুরু করেন৷ ওই দিন থেকে ১৯৯০ সালের ২০শে অক্টোবর পর্যন্ত তিনি মোট ৫০১৮টি সঙ্গীত রচনা করেন ও সুরারোপ করেন৷ এই দিন আনন্দনগরে প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্য, সঙ্গীত ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানি উদ্যাপিত হয়৷

অখণ্ড কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৫ই সেপ্ঢেমম্বর আনন্দনগরের বাবার মেমোরিয়ালে তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন ও নারায়ণ সেবা করা হয়েছিল৷

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ চিতমু গ্রাম নিবাসী শ্রীতারাপদ গরাঞ ২রা সেপ্ঢেম্বর পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বৎসর৷ ১২ই সেপ্ঢেম্বর আনন্দমার্গের চর্যাচর্য বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান চিতমু গ্রামে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়৷