আনন্দনগর ঃ ওলডি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মনোতোষ মাহাতর পুত্রে অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ শিশুর নাম রাখা হয় ‘পরমেশ’৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা৷
গুরিডি ঃ গত ২রা ও ৩রা অক্টোবর গুরিডি গ্রামে ২৪ ঘন্টাব্যাপী অখন্ডকীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ ‘ৰাৰা নাম কেবলম্’--- এই মধুর অষ্টাক্ষরীয় সিদ্ধমন্ত্রের অখণ্ড কীর্ত্তন পরিবেশনে অশ্বিনী মাহাত পরিচালিত হরিপরিমণ্ডল গোষ্ঠী ছাড়া অন্যান্য আনন্দমার্গীরাও ছিলেন৷ ডামরুঘুটু, পুন্দাগ, চিতমু, জিলাডি প্রভৃতি গ্রাম থেকে আনন্দমার্গীরা এই কীর্ত্তনে যোগদান করেছিলেন৷ কীর্ত্তনের পর ভক্তিতত্ত্ব ও কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য যোগক্ষেমানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত প্রমুখ৷ মার্গগুরুদেবের প্রবচন থেকে স্ব্যাধ্যায় করেন আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার মুখ্যদায়িত্বে ছিলেন অশ্বিনী কুমার মাহাত ও আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷
ডামরুঘুটু ঃ এই গ্রামের আনন্দমার্গী দিলীপ সোরেনের ছোট ছেলে বিভাস সোরেনের গত ৩০শে সেপ্ঢেম্বর এক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় এই গ্রামে শোকের ছায়া নেমে আসে৷ বলাবাহুল্য, এই গ্রামের অধিকাংশই আনন্দমার্গী৷ আনন্দমার্গীয় বিধিতে গত ৬ই সেপ্ঢেম্বর শ্রীমান বিভাসের শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানের পূর্বে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ স্মৃতিচারণ করেন ঠাকুরদাস কিসকু ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷
অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, ব্রহ্মচারিনী তপঃশীলা আচার্যা ও সমীর সোরেন৷
প্রভাত সঙ্গীত দিবস পালন
গত ১৪ ই সেপ্ঢেম্বর আনন্দনগরের সেন্ট্রাল চিল্ড্রেন হোমের জাগৃতি হলে মহাসমারোহে প্রভাত সঙ্গীত দিবস পালিত হয়৷ এখানে উল্লেখ্য ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার (শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী) প্রভাত সঙ্গীত রচনা শুরু করেছিলেন৷ এরপর মাত্র প্রায় ৮ বৎসর ১মাসের মধ্যে ৫০১৮ টি প্রভাত সঙ্গীত দেন ও তাতে সুরও দেন৷
প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দমার্গ চিল্ড্রেনস্ হোমের সমীর দেব, গোপেশ দেব , জগদীশ দেব, গীতীশ দেব, বিশাল দেব, সুমন দেব প্রমুখ ছোট ছোট ছেলেরা বিভিন্ন প্রভাত সঙ্গীত পরিবেশন করে৷ এই উপলক্ষ্যে অখন্ড কীর্ত্তন, মিলিত সাধনা ও মিলিত গুরুপূজা ও অনুষ্ঠিত হয়৷ এরপর প্রভাত সঙ্গীতের ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷
প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা
গত ৩রা সেপ্ঢেম্বর আনন্দনগরের বকুল বিতানে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা হয়৷ সঙ্গীত, নৃত্য ও অংকন প্রতিযোগিতায় ৬৩ জন অংশ গ্রহণ করেন৷ ১ম,২য়,৩য়, স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়৷ এদের মধ্যে কলকাতায় প্রভাত সঙ্গীতে চুড়ান্ত প্রতিযোগিতায় ২ জন নবরত্ন পুরস্কার লাভ করে৷
ঝালদা ঃ ১২ই সেপ্ঢেম্বর ঝালদার মহিলা পরিচালিত আনন্দমার্গ স্কুলে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা হয়৷ এই অনুষ্ঠানে দর্শক হিসেবে আনন্দমার্গের হোম ও স্কুলের অভিভাবক ও অভিভাবিকা ছাড়াও বহু বাইরের মানুষ উপস্থিত ছিলেন৷ সবাই প্রভাত সঙ্গীতের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷