স্পিরিচ্যুয়ালিস্টস স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস ক্লাব SSAC) আনন্দনগর ফুটবল একাডেমির এক অনন্য অর্জন প্রকাশিত হয়েছে৷ একাডেমির প্রতিভাবান সদস্য ও নিয়মিত গোলরক্ষক অনুশীলনকারী, শ্রী নীলকমল কিস্কু, পিতা শ্রী জগন্নাথ কিস্কু, বিধাননগর মিউনিসিপ্যাল কর্র্পেরেশন পরিচালিত মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির ২০২৪-২০২৫ অনূর্ধ-১৭ ফুটবল লীগে খেলার জন্য নির্বাচিত হয়েছে৷ শ্রী নীলকমল কিস্কু আনন্দমার্গ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আর ফুটবলের প্রতি তাঁর নিষ্ঠা ও শ্রম এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷
SSAC-আনন্দনগর ফুটবল একাডেমির জন্য এই বছরটি গৌরবময় সাফল্যের দৃষ্টান্ত হয়ে উঠেছে৷ একাডেমি থেকে মোট তিনজন প্রতিভাবান খেলোয়াড় রাজ্যের শীর্ষস্থানীয় ফুটবল একাডেমিগুলিতে নির্বাচিত হয়েছে৷ তাদের মধ্যে একজন অনূর্ধ-১৫ (বেঙ্গল ফুটবল একাডেমি), একজন অনূর্ধ-১৭ (বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি), ও একজন অনূর্ধ-১৯ (বেঙ্গল ফুটবল একাডেমি) দলে অন্তর্ভুক্ত হয়েছে৷
তিনজন খেলোয়াড়ের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা৷ আমরা বিশ্বাস করি, তারা তাদের প্রতিভার শিখরে পৌঁছে রাজ্য তথা রাষ্ট্রের সম্মান বৃদ্ধি করবে৷ তাদের প্রতি সকলের আশীর্বাদ ও সমর্থন অম্লান থাকুক৷