আনন্দনগরে আধ্যাত্মিক পর্যটন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৭শে ফেব্রুয়ারী,২৩ উড়িষ্যা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড রাজ্যের কিছুসংখ্যক আনন্দমার্গী ও ছাত্র-ছাত্রাগণ আনন্দনগর নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আধ্যাত্মিক তন্ত্রপীঠ, পরিবেশবিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষামূলক ভ্রমণে আসেন৷ তাঁরা মধ্য রাঢ়বিন্দু মাল্টা মোসাম্বি লেবু বাগান, অস্থি পাহাড়ের ডায়নোসরের ফসিল, ‘‘মধুমূর্চ্ছনা’’ মার্গ গুরু বাসভবন, মধ্য আনন্দনগর পরিবেশ সংবর্দ্ধন কানন (পসকা), তন্ত্রপীঠ ও লীলাবতী সায়র প্রভৃতি ঘুরে বেড়িয়ে দেখেন৷