আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা ও ৩রা সেপ্ঢেম্বর আনন্দনগর সংলগ্ণ টাটুয়াড়া গ্রামে বাৎসরিক ২৪ঘন্টা অখণ্ড ‘‘বাবা নাম কেবলম্‌’’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে আনন্দনগরের দাদা-দিদি মার্গীভাইবোন ছাড়াও বহু সাধারণ মানুষ কীর্ত্তনে অংশগ্রহণ করেছিলেন৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণাঘ্য দান, স্বাধ্যায় শেষে কীর্ত্তন মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হয়৷ সবশেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

২৭শে সেপ্ঢেম্বর,২৩ কুর্মিডি গ্রামে শ্রী মনবোধ মাহাতোর বাসভবনে মানসিক শান্তি ও আধ্যাত্মিক কল্যাণের উদ্দেশ্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবায় আয়োজন করা হয়েছিল৷

১৭ই সেপ্ঢেম্বর,২৩ বাবা স্মৃতিসৌধে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ কীর্ত্তন উপলক্ষ্যে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছি৷