আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই জুন মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় আনন্দনগর সংলগ্ণ টাটুয়ারা গ্রামে৷ তিনঘন্টাব্যাপী কীর্ত্তনে মার্গী ভাইবোন ছাড়াও গ্রামের সাধারণ মানুষ যোগদান করেন৷ কীর্ত্তনশেষে নারায়ণসেবায় সকলকে আপ্যায়িত করা হয়৷

কৌষিকীতে অখণ্ড কীর্ত্তন ঃ গত ১৪ই জুন কৌষিকীতে তিনঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়,কীর্ত্তন শেষে, কীর্ত্তন ও সাধনার উপকারীতা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷

গত ২১শে জুন আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে তিনঘন্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷