সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ধর্মমহাসম্মেলনে দ্বিতীয় দিনে পাত্রপক্ষ ও কন্যাপক্ষের আত্মীয় স্বজনসহ প্রায় দু’হাজার ভক্তের উপস্থিতিতে ধর্মমহাসম্মেলন প্যান্ডেলে পুরুলিয়ার ছটকা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী দুর্র্গচরণ মন্ডলের পুত্র দিব্যেন্দুর সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার তেঁতুলিয়া গ্রামের কৃষ্ণপ্রসাদ সরকারের কন্যা মৈত্রীর আনন্দমার্গের সমাজশাস্ত্রানুসারে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্ ’’ কীর্ত্তন, মিলিত সাধনা,গুরুপূজার পর মূল অনুষ্ঠান বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দজী অবধূত৷ পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা
আনন্দসুমিতা আচার্যা দিদি৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত জী৷