আনন্দনগরে আনন্দপূর্ণিমা ধর্ম মহাসম্মেলন--- ২৬, ২৭ ও ২৮ মে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ২৬, ২৭ ও ২৮ মে আনন্দনগরে আনন্দপূর্ণিমা ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে৷

১০ই মে আনন্দপূর্ণিমার পুণ্য তিথিতে বিশ্বের ১৮২টি দেশে যেখানেই আনন্দমার্গের আশ্রম বা ইয়ূনিট আছে সেখানেই শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মতিথি উৎসব পালিত হবে৷ এরপর আনন্দমার্গের বিভিন্ন বিভাগের আপন আপন বিশেষ কর্মসূচী রয়েছে৷ তারপর সমস্ত দেশের ও সমস্ত বিভাগের আনন্দমার্গীরা আগামী ২৬, ২৭ ও ২৮ মে আনন্দনগরে সমবেত হয়ে আনন্দপূর্ণিমা ধর্মমহাসম্মেলনে যোগ দেবেন৷ এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরু-প্রতিনিধি রূপে প্রবচন দেবেন মার্গের পুরোধা প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার৷