সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
দেখাগেছে আনন্দনগরের মাটিতে কাজু, বেদনা,আম, কাঁঠাল নেবু,আতা, পেয়ারা ইত্যাদি ফলের চাষ ভালভাবেই হচ্ছে৷ কাজু, ড্রাগন, আঙ্গুর, কমলা,মোসাম্বির চাষও সফল৷ শীত দেশের ফল ‘‘আপেল’’ পরীক্ষামূলকভাবে আনন্দনগরের বাঁশগড় শাখার ফার্ম আধিকারিক আচার্য সুরেশানন্দ অবধূত কয়েকটি আপেল গাছ রোপণ করেন৷ প্রথমদিকে গ্রীষ্মের খরতাপে বাঁচানো ছিল চ্যালেঞ্জ৷ ঠিকভাবে সেবাশুশ্রুষার পর ফুল এলো কিন্তু ফল ঝরে পড়ে যেত৷ অবশেষে ফলের স্থায়িত্ব হল৷ ফলের আকার এখন ছোট হচ্ছে৷ স্বাভাবিক আকারের জন্যে প্রয়াস চলছে৷
কিন্তু এখন অন্য চ্যালেঞ্জ হচ্ছে টিয়া পাখি৷ সাধারণত পূর্ণত্ব আপেল সবার পছন্দ৷ টিয়াপাখির কচি ফল থেকেই পছন্দ৷ এর উপায় কি কেউ জানালে কৃতজ্ঞ থাকব৷