আনন্দনগরে বিভিন্ন প্রজাতির পাখির খোঁজ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা ফেব্রুয়ারি,২৩ থেকে ৭ই ফেব্রুয়ারি,২৩ পর্তুগালের প্রাণেশ (পরিবেশ বাস্তুকার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়র) ও সারদা (পক্ষী তত্ত্ববিদ) এঁরা দুইজনই নতুন আনন্দমার্গী ও প্রথম ভারতে তথা আনন্দনগর বেড়াতে আসেন৷ আনন্দনগরের পরিবেশ তাঁদেরকে গভীরভাবে আকর্ষিত করে৷ প্রাণেশ কি করে সহজ পদ্ধতিতে পরিবেশ বান্ধব ও খুব কম খরচে গায়ে মাখার সাবান ও জৈবসার তৈরী করা যায় তা হাতে-কলমে আমাদের শিশুসদনের ছেলেদের শিখিয়ে দেন৷ তাঁর স্ত্রী সারদা আনন্দনগরে কি কি প্রজাতির পাখি আছে দুরবিন নিয়ে খোঁজ করতে থাকে৷ সম্পূর্ণ আনন্দনগর তাঁদের ঘোরা হয়নি৷ তাতেই বাষট্টি প্রজাতির পাখির ছবিসহ ইংরেজী নাম ল্যাটিন ভাষায় নাম দিয়ে তালিকা তৈরী করেছে৷ এমন একটি পাখি দেখেছে যেটির নাম বার করা যায়নি৷ তাঁদের অভিমত ও বিশ্বাস সম্পূর্ণ আনন্দনগর ঘুরতে পারলে আরও পাখির সংখ্যা বাড়ত৷