সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে মার্চ আনন্দনগরের দধীচি হোষ্টেলে আনন্দমার্গের চর্যাচর্যের বিধান অনুসারে বসন্তোৎসব অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে প্রথমে প্রভাতসঙ্গীত, এরপর ৩ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনা অনুষ্ঠিত হয় ও চার শতাধিক আনন্দমার্গী এই উৎসবে যোগ দেন৷
উৎসবে প্রভাত সঙ্গীত পরিবেশন ও অখণ্ডকীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, বসন্তোৎসবের মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ বসন্তোৎসব ও দোলযাত্রা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য মুক্তানন্দ অবধূত৷
এরপর সবার মার্গগুরুদেবের প্রতিকৃতির চরণে আবীর দেন ও পরে নিজেরা আবীর ও রং খেলেন৷ পরে সবাই মিলিত ভোজে অংশগ্রহণ করেন৷