আনন্দনগরে ভ্রাতৃদ্বিতীয়া

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

‘‘ভ্রাতৃদ্বিতীয়া’’ আনন্দমার্গ সমাজ শাস্ত্রে অর্থাৎ চর্যাচর্যে সামাজিক উৎসবানুষ্ঠান হিসাবে স্বীকৃত৷ ভ্রাতা জ্যেষ্ঠা ভগিনীর আশীর্বাদ, মঙ্গলতিলক ও কনিষ্ঠ ভগিনীর প্রণাম ও চন্দন -মাল্য গ্রহণ করে থাকে৷ ২৭শে নভেম্বর,২২ আনন্দনগরে চিৎমু এল.পি.গ্যাস ভবনে তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ কীর্ত্তনের আয়োজন করা হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও ভ্রাতৃদ্বিতীয়ার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়৷ এরপর দিদি ও বোনেরা দাদা ও ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন৷ মিলিত আহারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়৷