আনন্দমার্গ মিশনে বিভিন্ন প্রকারের আনন্দানুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে আনন্দময় উন্মেষের পরিসর প্রসারিত হয়ে থাকে৷ এইসব অনুষ্ঠানের মাধ্যমে সাধকেরা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়ার সুযোগ লাভ করেন৷ সামাজিক উৎসবের অন্যতম ‘ভ্রাতৃদ্বিতীয়া উৎসব’, যা প্রতিবছর কার্ত্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয়৷ এই বিশেষ দিনটিতে ভ্রাতা-ভগিনী সম্পর্কের পবিত্রতা উদ্যাপিত হয়৷ ভ্রাতা তাঁর জ্যেষ্ঠা ভগিনীর আশীর্বাদ ও মঙ্গলতিলক গ্রহণ করেন আর কনিষ্ঠা ভগিনীর প্রণাম, ও চন্দন-মাল্য গ্রহণ করেন৷ এই সময় ভগিনী বলেন, ‘ভ্রাতা মে চিরায়ুর্ভবতু’ যা তিনবার আবৃত্তি করা হয়৷ তারপর আহার্য গ্রহণ করা হয়৷ আনন্দনগরে প্রতিবছর চিৎমু নিবাসী বিশ্বনাথ (মণ্টু) গরাঞয়ের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে আসছে, যা তাঁর দানকৃত জমিতে গ্যাস গোডাউনের সম্মুখে জাগৃতি স্থানে অনুষ্ঠিত হয়৷ ৩রা নভেম্বর, ২০২৪, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবিচ্ছিন্ন ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পর্বের মাধ্যমে উৎসব শুরু হয়৷ ভ্রাতৃদ্বিতীয়া উৎসবের তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যার পর আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে পবিত্র ভ্রাতৃদ্বিতীয়া উৎসব উদ্যাপিত হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়