আনন্দনগরের প্রথম জলবন্ধ (চেক ড্যাম) দক্ষিণা নদীর উপর নির্মিত৷ গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এর নামকরণ করেন দক্ষিণা জলবন্ধ৷ এই জলবন্ধ (ড্যাম) জয়পুর ব্লকের রোপো, সিধি-জামড়া, ঘাঘরা অঞ্চলের মানুষের ঝালদা মহকুমা সদর দপ্তরের সঙ্গে ভূতল যোগাযোগ করছে৷ চিৎমু ও টাটুয়াড়া অঞ্চলের বৃহৎ অংশের মানুষ পুন্দাগ রেলওয়ে ষ্টেশনে আসা-যাওয়া আর ঝাড়খণ্ডের বোকারো জেলা ও ঝালদা মহকুমার সঙ্গে যাতাযাতের একমাত্র মাধ্যম এই ড্যাম৷
জল সংরক্ষণ ও জল-সংকট-কষ্ট থেকে সাধারণ মানুষের কল্যাণের জন্যে আনন্দমার্গ দক্ষিণা নদীর (বড়কি গোয়াই) উপর ছোট-মাঝারি-বড় নিয়ে মোট ছয়টি জলবন্ধ নির্মাণ করেছে৷ এই ‘দক্ষিণা জলবন্ধ’টি অত্যধিক ব্যবহারের ফলে দুর্বল হয়ে গেছে৷ যে কোন সময় অঘটন ঘটতে পারে৷ সম্পূর্ণভাবে মেরামত করতে হলে প্রচুর ব্যয়সাপেক্ষে কিন্তু করতে হবে৷ এখন কিছু গুরুত্বপূর্ণ অংশের কাজ শুরু হয়েছে৷