গত ৮ই সেপ্ঢেম্বর,২৩ একদল বন্য হাতি এসে আনন্দনগরের বাঁশগড় (কোটশিলা ফরেষ্ট রেঞ্জের অধীন) আনন্দমার্গ কৃষি ফার্মের দৈর্ঘ্যে ২৪ ফুট প্রাচীর ভেঙে ক্ষয়ক্ষতি করে৷ স্থানীয় বনবিভাগের কর্মীরা এসে দেখে গেছেন৷
বন্য জন্তুরা জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না৷ মানুষের অত্যাচারে গভীর জঙ্গল আর নেই৷ যে পরিস্থিতি সৃষ্টি হয়ে চলেছে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷ অচিরেই বড় জীব-জন্তুরা পৃথিবী থেকে নিশ্চিহ্ণ হয়ে পড়বে৷
আনন্দমার্গে জীব-জন্তু ও বৃক্ষরাজিকে রক্ষা ও বৃদ্ধির জন্য একটি বিভাগ ‘প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস এ্যান্ড প্লান্টস দিয়েছেন৷ আনন্দমার্গ আনন্দনগরের বাস্তবে নীরবে সেই কাজ করে চলেছে তাই পশু-পাখির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷
বাঁশগড় ঃ আনন্দনগর বাঁশগড়ে (কোটশিলা থানা) গত রাতে (১২ই সেপ্ঢেম্বর,২৩) হাতি এসে আমাদের ধান ক্ষেতের অনেক ক্ষতি করে দিয়েছে৷ এবার পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত খুবই কম হয়েছে তাও সময় মতো হয়নি৷ অনেক কষ্ট করে ও বেশি খরচ করে ধান চাষ করা হয়েছে৷ এভাবে ক্ষতিগ্রস্ত হলে খাদ্যের সঙ্কট হবে৷ স্থানীয় বনবিভাগের কর্মীকে জানানো হয়েছে৷ উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়৷