আনন্দনগরে জরি ও জার্দুশি শিল্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিভিন্ন কুঠির শিল্পের প্রকল্প নেওয়া হয়েছে৷ জরি শিল্পে উন্নত প্রশিক্ষণের জন্য চিৎমু ডামরুঘুটুর মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে৷ পরিকল্পনা আছে কিছু মহিলাকে এই শিল্পে পারদর্শী করে এদের দিয়ে আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা৷ এই ভাবে আনন্দনগরে জরি শিল্পের হাব গড়ে উঠবে৷

প্রাথমিকভাবে কিছু শাড়ি ও লেহেঙ্গার কাজ করা হয়েছে৷ এই কাজের ডিজাইনগুলি হাতে ও কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে৷   তবে হাতের কাজ সময় সাপেক্ষ ও ব্যয় সাপেক্ষ বলে বর্তমানে কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করা হচ্ছে৷ আনন্দনগরে প্রস্তুত লেহেঙ্গা বিভিন্ন ব্রাণ্ডেড কোম্পানিগুলি কিনে নিয়ে যাচ্ছে৷ পরিকল্পনা সার্থক রূপ পেলে আনন্দনগর সংলগ্ণ গ্রামের মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি হবে৷

এছাড়া আনন্দনগরে উৎপাদিত খাঁটি গুঁড়ো মশলা, জ্যাম, জেলি, আচার, সবধরণের সাবান, মালা ইত্যাদি ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে৷ আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত আনন্দনগরে আর্থিক উন্নতিতে এই সমস্ত দ্রব্য সমূহ ব্যবহার করতে আহ্বান জানান৷