আনন্দনগর, পুরুলিয়া ঃ আন্তর্জাতিক নববর্ষ ও মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দ মূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে গত ১লা, ২রা ও ৩রা জানুয়ারী পাহাড় –নদী ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আনন্দমার্গের কর্মকেন্দ্র আনন্দনগরে তিনদিনের বিশাল ধর্মমহাসম্মেলন সুসম্পন্ন হ’ল৷ এবারের শীতকালীন ধর্মমহাসম্মেলন শুরু হয় গত ১লা জানুয়ারী৷ সংঘের অধিকাংশ কর্মী ও দেশের বিভিন্ন প্রান্তের আনন্দমার্গী সদস্যরা বর্তমান অতিমারি পরিস্থিতিতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই ধর্মমহাসম্মেলনে যোগ দিয়ে ধর্মমহাসম্মেলনটি সাফল্যমণ্ডিত করে তোলেন৷ কোভিড বিধি–নিষেধের কারণে এবার বহির্দেশীয় মার্গী সমাগম সেভাবে হয়নি৷
তিন দিনের এই ধর্মমহাসম্মেলনে উপস্থিত ভক্তমণ্ডলীর সম্মিলিত কীর্ত্তন–ভজনে আনন্দনগরে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল৷ মনোরম আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠানের প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আনন্দমার্গের প্রেসিডেণ্ট আচার্য কিংশুকরঞ্জন সরকার মার্গগুরুর প্রতিনিধি হিসেবে আনন্দমার্গ দর্শনভিত্তিক আধ্যাত্মিক প্রবচন দেন৷ তাঁর জ্ঞানগর্ভ ও ভক্তিভাবাপ্লুত প্রবচন ভক্ত মার্গীদের উৎসাহ ও প্রেরণার সঞ্চার করে৷ এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় আনন্দনগর রাওয়া গোষ্ঠীর পরিচালনায় প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক সকলকে মুগ্ধ করে৷ শীতকালে সম্মেলনের এই দিনগুলিতে উজ্জ্বল সূর্যালোকে মুক্ত আকাশের নীচে আনন্দনগরে নিঃসন্দেহে এক অপূর্ব সুন্দর মনোরম আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠেছিল৷
গত ১লা জানুয়ারী পুন্দাগ বাজার থেকে একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা বের হয়ে ডি.এম.এস প্যাণ্ডেলে পৌঁছায় সকাল দশটায়৷ রাঢ়ের ছৌনাচ টুসু, ভাদু,, কর্মা প্রভৃতি লোকনৃত্য ও রাঢ়ের বিভিন্ন আঙ্গিকের লোকসংস্কৃতিকে তুলে ধরা হয় ওই শোভাযাত্রায়৷ আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের পক্ষ থেকে গ্রামবাসীদের ১০০০ কম্বল বিতরন করা হয়৷
অখণ্ড কীর্ত্তন ঃ ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে ৭২ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় মূল ডি.এম.এস মঞ্চের বাহিরে কীর্ত্তন মণ্ডপে৷ ৩১শে ডিসেম্বর অপরাহ্ণ সাড়ে তিন ঘটিকায় কীর্ত্তন সমাপ্ত হয়, কীর্ত্তন মাহাত্ম্য ও অষ্টাক্ষরী মহানামমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন প্রবর্তনের ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে বক্তব্য রাখেন মার্গের ধর্মপ্রচারক সেক্রেটারী আচার্য বীতমোহানন্দ অবধূত৷ কীর্ত্তন অনুষ্ঠানের পরিচালনার ছিলেন আচার্য বোধিসত্তানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, আচার্য সুববুদ্ধানন্দ অবধূত প্রমুখ৷