আনন্দনগরে নোতুন ড্যামের উদ্বোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দ নগরে ডিমডহা ও ঘাগড়া গ্রামদ্বয়ের মধ্যবর্ত্তী স্থানে গুয়াই নামে পাহাড়ী নদী আছে৷ ১৯৯০ সালে এই নদীতে একটি জলবন্ধ তৈরী করা শুরু হয়৷ কিছু অংশ তৈরী হবার পর তৎকালীন সিপিএম বাঁধা দেওয়ার ফলে আর নির্র্মন করা সম্ভব হয় নি৷ তারপর দীর্ঘ ২৮ বছর পর ১৯১৮ সালে এই পুরানো কাঠামোর ওপরই এই জলবন্ধ বা Dam cum Bridge তৈরী করা হয় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে৷ ন্যাশানাল ইন্স্যুর্যান্স কেম্পানী ও আনন্দ মার্গ প্রচারক সঙ্ঘের যৌথ আর্থিক সহযোতিায় তৈরী এই জলবন্ধ ও ব্রীজ নিকটবর্ত্তী ডিমডিহা, ঘাগড়া ও ছটকা -তিনটি গ্রামের প্রায় ৩০০০ অধিবাসী উপকৃত হবেন৷ কারণ ভূমিস্তরের নীচে জল না থাকায় এই অঞ্চলে বছরে কেবল বর্ষার সময় একটি চাষই সম্ভব হয়৷ তাই নোতুন জলবন্ধের ফলে বেশ কিছু পরিমান জল বাঁধের এক দিকে ধরে রাখা যাবে আবার  নদীর অতিরিগু জল ন্নন্ড্থত্বত্র ত্থন্ঠত্র এর মাধ্যমে অন্যদিকে বয়ে যাবে৷ ফলস্বরূপ এই অঞ্চলের ভূমিস্তরের নীচে জল জমা হতে থাকবে৷

একাধিক চাষের সঙ্গে অধিবাসীদের নিত্যব্যবহার্য জল পেতেও সহায়ক হবে৷

গত ৮ই ডিসেম্বর সকাল সাড়ে দশটায় প্রভাত সঙীত, বাবানাম কীর্ত্তন ও মিলিত সাধনার পর এই জলবন্ধের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া জেলার ঝালদা সাব-ডিভিশনের সাবডিভিশনাল অফিসার ও পুন্দাগ ব্লকের বিডিও৷  এই উপলক্ষে উপস্থিত সকলে মিলিত আহার করেন এবং তিনশত কম্বল দুঃস্থ গ্রমবাসীকে বিতরণ করা হয়৷