আনন্দনগরে প্রাক্তন ছাত্রের উপস্থিতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন ছাত্র শ্রী সুভাশিষ মণ্ডল ১৯৯৭ সালে ভর্ত্তি হয় ও ২০০৩ সালে এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্যে কলকাতা যায়৷ এখন সে সরকারী ডাক্তার৷ মেডিসিনে এমডি৷ কলকাতায় পোষ্টিং৷ ধর্ম পত্নী বনি হাজরাকে নিয়ে ১১-১৪ই মার্চ’২৪ আনন্দনগর ঘুরে-বেড়ায়৷ আনন্দনগরের সেই পুরনো স্মৃতি রোমন্থন করে অর্থাৎ যে হোষ্টেলে থাকত, হাইস্কুলে পড়ত তখনকার ও এখনকার পরিবেশ পর্যালোচনা করে৷ তাছাড়া আনন্দনগরের প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনীয় স্থান, বহুমুখী সেবা-কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্প গুলি দেখে৷