নিজস্ব সংবাদদাতা ঃ ‘‘রেণেসাঁ আর্টিষ্টস এণ্ড রাইটার্স এসোসিয়েশন আনন্দনগরের পরিচালনায় ১০ই সেপ্ঢেম্বর,২৩ পুন্দাগ বকুল বিতান আনন্দমার্গ জাগৃতিতে প্রভাত সঙ্গীতের ৪১ বছর পূর্ত্তি উপলক্ষ্যে প্রারম্ভিক সাংসৃকতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রাক চূড়ান্ত ও চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪সেপ্ঢেম্বর,২৩ কলকাতা আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে৷ প্রতিটি ইভেন্টকে বয়সানুযায়ী ‘ক’ বিভাগ জন্ম তারিখ ১-১-২০১৩ বা তারপর, খ বিভাগ জন্ম তারিখ ১-১-২০০৮ থেকে ৩১-১২-২০১২, গ বিভাগ জন্ম তারিখ ১-১-২০০৩ থেকে ৩১-১২-২০০৭, ঘ বিভাগ জন্ম তারিখ ১-১-২০০৩ এর আগে৷ মোট চারটি বিভাগে ভাগ করা হয়৷ সমবেত প্রভাত সঙ্গীত ও নৃত্যে যে কোন প্রতিষ্ঠানের থেকে পাঁচ থেকে সাতজনকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়৷ প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও অভিজ্ঞানপত্র দেওয়া হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচার্য মুক্তানন্দ অবধূত, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আনন্দমার্গ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত৷