আনন্দনগরে ফার্ষ্ট ডায়োসিস সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮-৩০ জুন‘২৪ জাবর-সিমনি পাহাড় রেঞ্জের পাদদেশে আনন্দনগর মানুষ বসতি শূন্য বাঁশগড় গ্রামে আনন্দমার্গ কৃষি ফার্ম হাউসে অপরূপ প্রাকৃতিক পরিবেশে তিনদিনের ফার্ষ্ট ডায়োসিস সেমিনার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷ এই উপলক্ষ্যে প্রভাত-সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন, তিনদিন মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, প্রভাতফেরী, তাণ্ডব-কৌষিকী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

সেমিনারে আলোচনার বিষয়বস্তু ছিল --- ১) বৃহতের আকর্ষণ ও সাধনা  ২) আন্তরিক শক্তির উৎস  ৩) প্রমা  ৪) অর্থনৈতিক গণতন্ত্র৷  আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন৷