সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নৈতিকতার পর আসছে আধ্যাত্মিকতা৷ আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রয়োজন স্বচ্ছ আধ্যাত্মিক দৃষ্টিকোণ৷ এজন্যে সাধকের প্রারম্ভিক অবস্থা থেকে ধর্মতত্ত্বের মূল ভাবগুলোর সঙ্গে সুপরিচিত হওয়া দরকার৷
আনন্দমার্গ আধ্যাত্মিক সাধনার মৌল ভাবগুলোর সঙ্গে সাধকদের পরিচিতি ঘটিয়ে সাধকোচিত এক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে আনন্দনগর ‘বাবা স্মৃতি শৌধে’ ৮-১০ সেপ্ঢেম্বর,২৩ সাধনা শিবিরের আয়োজন করা হয়৷