আনন্দমার্গ হাইস্কুলঃ ২৩শে মার্চ’২৪ আনন্দনগর রোটাণ্ডায়(অডিটোরিয়াম) আনন্দমার্গ হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন আনন্দমার্গের কেন্দ্রীয় ট্রেনিং সেক্রেটারী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ মূখ্য অতিথি ছিলেন পুরুলিয়ার সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ লক্ষ্মীরাম গোপ৷ সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার মাইতি, আনন্দমার্গের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য কিষণ সিং সুদ, আনন্দনগর আনন্দমার্গ গুরুকুলের সচিব ও আনন্দনগরের নিজপুরসভার মূখ্য পুরুষ আচার্য মুক্তানন্দ অবধূত, আনন্দনগর রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত৷ আনন্দমার্গ হাইস্কুলের অধ্যক্ষ আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত প্রারম্ভিক বক্তব্যে স্কুলের সার্বিক উন্নয়নের উপর বার্ষিক প্রতিবেদন পেশ করেন৷লেখা-পড়ায় উৎকর্ষতা, সাংস্কৃতিক, ক্যুইজ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানাধি কারীদের উৎসাহ প্রদান স্বরূপ পুরস্কৃত করা হয়৷ আনন্দমার্গ গুরুকুল আয়োজিত স্বর্গীয় শম্ভুনারায়ণ রায় স্মরণে পঞ্চম ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রাদের মেধান্বেষণ ও বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীর প্রথম কুড়িজন ও নবম শ্রেণীর প্রথম দশজনকে সংশাপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে ছাত্রদের মধ্যে থেকে কবিতা আবৃত্তি, প্রভাত সঙ্গীত, প্রভাতসঙ্গীত আধারিত নৃত্য ও শ্রীপ্রভাতরঞ্জন সরকারের গল্প অবলম্বনে নাটক পরিবেশন করা হয়৷ সম্মানীয় অতিথিদের মূল্যবান বক্তব্য সকলকে উৎসাহ ও উজ্জীবিত করে তোলে৷
আনন্দমার্গ প্রাইমারী স্কুলের ঃ গত ২৫শে মার্চ’২৪ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মধ্যআনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত৷ মূখ্য অতিথি ছিলেন আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের অধ্যক্ষ আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত৷ সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন আনন্দমার্গের কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য কিষণসিং সুদ, আনন্দনগর আনন্দমার্গ গুরুকুলের সচিব ও আনন্দনগরের নিজ পুরসভার মূখ্য পুরুষ আচার্য মুক্তানন্দ অবধূত, আনন্দনগর মহিলা বিভাগের রেক্টর অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা ও আনন্দমার্গ গুরুকুলের বিদ্যাবিবেক শ্রীমতী প্রভাসুদ আচার্যা৷ আনন্দমার্গ প্রাইমারী স্কুলের অধ্যক্ষ আচার্য নিত্যনবীনানন্দ অবধূত প্রারম্ভিক বক্তব্যে স্কুলের সার্বিক উন্নয়নের উপর বার্ষিক প্রতিবেদন পেশ করেন৷ লেখা-পড়ায় উৎকর্ষতা, সাংস্কৃতিক, ক্যুইজ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানাধি কারীদের উৎসাহ প্রদান স্বরূপ পুরস্কৃত করা হয়৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে ছাত্রদের দ্বারা কবিতা আবৃত্তি, প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত আধারিত নৃত্য ও শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানতাবাদ তত্ত্ব অবলম্বনে ‘সবুজ দ্বীপের বাঁশি’ নাটক পরিবেশন করা হয়৷ সম্মানীয় অতিথিদের মূল্যবান বক্তব্য সকলকে উৎসাহ ও উজ্জীবিত করে তোলে৷