আনন্দনগরে শারদোৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই অক্টোবর বিজয় দশমী উপলক্ষ্যে তিনঘন্টা কীর্ত্তনের আয়োজন করেছিল আনন্দনগরে নারীকল্যাণ বিভাগের পক্ষ থেকে শ্যামপুর মাতৃস্নেহ ইয়ূনিটে৷ কীর্ত্তনশেষে প্রভাতসঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানের বিজয়াদশমীর তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷

 আনন্দনগর কেন্দ্রীয় শিশুসদনে বিজয়দশমী উপলক্ষ্যে   তিনঘন্টা অখণ্ডকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এছাড়া ক্রীড়া, অঙ্কন, নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল৷ আচার্য বিবেকানন্দ অবধূত বিজয়া দশমীর তাৎপর্য ব্যাখ্যা করে মূল্যবান বক্তব্য রাখেন৷ প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রাদের হাতে পুরস্কার তুলে দেন ডঃ বিনয় কুমার সিং ও আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য বিবেকানন্দ অবধূত৷

শারদোৎসব নবমীর দিন সঙ্গীত দিবসে শিশুসদনের ছেলেরা বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন৷ সন্ধ্যায় আপার হোস্টেলের সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেয় শিশুসদনের ছাত্ররা৷