আনন্দনগরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে আগষ্ট আনন্দনগর সি-ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় আনন্দনগর সংলগ্ণ চিৎমু উপরপাড়া আনন্দমার্গ জাগৃতি ভবনে৷ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও আচার্য সুরেশানন্দ অবধূত৷ স্থানীয় ইয়ূনিটের মার্গীরা সেমিনারটির আয়োজন করেছিলেন৷ গত ১৩ই আগষ্ট আনন্দনগর এ ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় জেল্লাডি গ্রামে৷ আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজি ও অর্থনৈতিক আলোচনা  করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য মুক্তিচেতষানন্দ অবধূত৷