আনন্দনগরের আকর্ষণে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫-৩০শে মার্চ’২৪ আসামের হোজাই, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও ২৪পরগণার বেলঘরিয়া-নন্দনপুর থেকে আনন্দমার্গের অনুগামী ও শুভানুধ্যায়ীগণ আনন্দনগর দেখতে তথা বেড়াতে আসেন৷ ২৬-২৭মার্চ’২৪ হোজাইয়ের অধিবাসী ডাক্তার সুজিত দেবনাথ আনন্দনগর থেকেই পড়াশোনা ও জীবনের ভিত্তি গড়া কিন্তু তাঁর পরিবার ও দুইকন্যা সঙ্গে একজন শুভানুধ্যায়ী এই প্রথম আনন্দনগরে আসা৷ ওরা দুইদিনে আনন্দনগরের দর্শনীয়স্থান ও তন্ত্রপীঠ, শিক্ষা-সেবামূলক প্রকল্পগুলো দেখে খুবই উদ্ভুদ্ধ হয়৷ ২৭-৩০মার্চ’২৪ আলিপুরদুয়ার থেকে গৌতম চন্দ্র রায় সঙ্গে একজন শুভানুধ্যায়ী নারায়ণ বিশ্বাসকে নিয়ে আসেন৷ ওনারা আনন্দনগরের প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আনন্দনগরের শিক্ষা-সেবা-কল্যাণ ও উন্নয়নমূলক কাজগুলো দেখেন ও আনন্দনগর সম্বন্ধে অনেক সম্বৃদ্ধ হন৷ শিশুসদনের সব ছেলে ও মেয়েদের একবেলা মধ্যাহ্ণ ভোজনের আয়োজন করেন৷ ছেলেদের শিশুসদনের তিনটি সিলিং ফ্যান প্রয়োজন ছিল সেগুলো ক্রয় করে দেন৷ ২৫-৩০মার্চ বেলঘরিয়া-নন্দনপুর থেকে আসেন শচীন্দ্র নাথ সেন মহাশয় তিনি অনেক পুরনো সাধক শিশুসদনের ছেলেদের দৈনন্দিন ব্যবহারের জন্যে চপ্পল, শর্টস, ছাতা ইত্যাদি ও মিলিত আহারেরও ব্যবস্থা করেন৷