সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৩ই অক্টোবর কলকাতায় ওয়েষ্ট বেঙ্গল ডিষ্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এণ্ড স্পোর্টস আয়োজিত অনুধর্ব-১৯ বছর বয়সের রাজ্যের ফুটবল টীম নির্বাচনে পুরুলিয়া জেলা থেকে দুজন নির্বাচিত হয়৷ স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এ্যাডভেঞ্চারস ক্লাবের নিয়মিত ফুটবল ক্রীড়াবিদ শিমুল মাঝি, রাজ্যের টীমে নির্বাচিত হয়৷ রাজ্যের হয়ে প্রথম ফুটবল ম্যাচ কোথায় খেলা হবে এখনও ঘোষিত হয়নি৷