অন্নপ্রাশন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই সেপ্ঢেম্বর, সকাল বেলায় আনন্দমার্গের তিলজলা ধ্যানমন্দিরে ব্যারাকপুর নিবাসী শ্রী ঋতুরাজ দাস ও শ্রীমতী মৌমিতা দাসের প্রথম পুত্র সন্তানের শুভ নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, ধর্মসাধনা ও গুরুপূজার  পর অনুষ্ঠিত এই  শুভ অন্নপ্রাশন  অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ   অবধূত৷ নামকরণ অনুষ্ঠানে  শিশুর নাম রাখা হয়  তথাগত৷ অনুষ্ঠানে  উপস্থিত আনন্দমার্গ  অতিথিদের  উদ্দেশ্যে  সমাজশাস্ত্র নিয়ে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷