অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইসলামপুর ঃ গত ২২শে জুলাই উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে অজয় কুমার সিন্হার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখন্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত সাধনা ও গুরুপূজার পর নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইসলামপুর ডিট.এস আচার্য প্রাণেশ ব্রহ্মচারী ও তিনি অজয় কুমার সিন্হার মেয়ের নামকরণ করেন অনুপ্রভা সিন্হা৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার স্থানীয় মার্গী দাদা-দিদি ও ডি.এস.এল অবধূতিকা আনন্দ অনিন্দিতা আচার্যা৷