সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ব্ল্যাকহোলের জন্ম হল৷ তার জেরেই বিস্ফোরন আর সেখান থেকেই নির্গত গামারশ্মির বিকীরণ এসে পড়ল৷ গত ৭ অক্টোবরের এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজিত বিজ্ঞানীরা৷ তাদের মতে, পৃথিবীর কাছে অবস্থিত সাজিটা নক্ষত্রপুঞ্জে হওয়া এই বিস্ফোরণটির স্থায়িত্ব ছিল প্রায় দশঘন্টা৷ আলোর গতিবেগ সম্পন্ন এই রশ্মি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ১৯০ কোটি বছর৷ যা দেখে বিজ্ঞানীরা হতবাক৷ আর জানা যায় যে নাসার ফার্মিগামা-রে স্পেস টেলিস্কোপ সহ একাধিক স্পেসক্র্যাফট ও অবজারভেটরি কেন্দ্রে এই উচ্চক্ষমতা সম্পন্ন রশ্মি আছড়ে পড়ায় ঘটনাটি ধরা পড়েছে৷