আন্তর্জাতিক নববর্ষে মহাসমারোহে আনন্দনগরে ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
পত্রিকা প্রতিনিধি
সময়

১লা জানুয়ারী ঃ আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে ১,২,৩ জানুয়ারী, ২০১৮, আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম আনন্দনগরে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ এই ধর্মমহাসম্মেলনে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে  আনন্দমার্গীরা যোগদান করছেন৷ বিশ্বের যে ১৮২টি  দেশে আনন্দমার্গের প্রচার রয়েছে–ওই সমস্ত দেশ থেকে আনন্দমার্গের অনুগামীরা ধর্মমহাসম্মেলনে যোগ দিতে আসছেন৷ এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরুর প্রতিনিধিরূপে আনন্দমার্গের প্রেসিডেন্ট আচার্য কিংশুকরঞ্জন সরকার এই তিনদিন দুবেলাই ধর্ম, সাধনা, সেবা, ভক্তি প্রভৃতির ওপর প্রবচন দেবেন৷ আনন্দমার্গের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীরা, স্থানীয় সর্বসময়ে কর্মীবৃন্দ (এলএফটি) ও স্থানীয় মার্গীরা বিভিন্ন সেবামূলক কর্মসূচীর রূপায়নের জন্যে  মিটিং করবেন ও আগামী ৬ মাসের কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ মার্গের বিভিন্ন স্তরের ষান্মাসিক সেমিনারেরও প্রোগ্রাম নেওয়া হবে ৷

আনন্দমার্গের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত (এই সংবাদ আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন৷ তিনি আরও জানান, বর্তমানে সমাজের সর্বক্ষেত্রে যে ব্যাপক অবক্ষয় দেখা দিয়েছে– কেবল নৈতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, শিক্ষা–সংসৃক্তি–অর্থনীতি প্রভৃতি সর্বক্ষেত্রে যে চরম বিপর্যয় দেখা দিয়েছে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এই সমস্ত ক্ষেত্রের সকল সমস্যার সমাধানেরই পথ দেখিয়েছেন৷ বলা বাহুল্য, মানুষের নৈতিক অধঃপতন সব সমস্যার মূলে৷ তার জন্যে দরকার উপযুক্ত মানসাধ্যাত্মিক শিক্ষা তথা অনুশীলন৷ এ সমস্ত ব্যাপারে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী যে সর্বপ্রকার ডগ্মা ও কুসংস্কার মুক্ত সর্বাত্মক আদর্শ দিয়েছেন–এই ধর্মমহা–সম্মেলনে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করম্ভ ম্ভঢতঃ তার সঙ্গে সঙ্গে মার্গগুরুর আদর্শের বাস্তবায়নের লক্ষ্যে আগামী ছয় মাসের জন্যে মার্গের আদর্শ প্রচার ও বহুমুখী সেবার পরিকল্পনাও গ্রহণ করা হবে৷ ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে ৭২ ঘণ্ঢা ব্যাপী ‘বাবানাম কেবলম্’ মহমন্ত্রের অখণ্ড কীর্ত্তন ৩১শে ডিসেম্বর ২০১৭ বিকেল ৩টেতে শুরু করা হবে৷ চলবে ৩রা জানুয়ারী, ২০১৮ বিকেল ৩টে পর্যন্ত৷

আনন্দনগর ধর্মমহাসম্মেলনের ত্রিদিবসীয় কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা ঃ আনন্দমার্গের কেন্দ্রীয় ধর্মপ্রচার বিভাগের পক্ষ থেকে আনন্দনগরে আয়োজিত ১,২,৩ জানুয়ারী–এই তিনব্যাপী ধর্মমহাসম্মেলনের যে প্রচারপত্র প্রকাশ করা হয়েছে, তদনুসারে এই তিনদিনের কর্মসূচী হ’ল–

১লা জানুয়ারী ঃ  সকলা ৯টা থেকে ১১টা পর্যন্ত–

     (১) রিভিউ রিপোর্ট, সেন্ড্রাল সেক্টরিয়্যাল কমীদের ডেভেলেপ্মেন্ট প্ল্যানিং,

     (২) আনন্দনগর নিজ পুরসভার কাউন্সিলারদের মিটিং বিকেল (৩টা থেকে ৪–৩০)–পুরোধা, আচার্য ও তাত্ত্বিকদের মিটিং৷

     (৩) সন্ধ্যায় (৫টা থেকে ৯–৩০)–রাওয়া প্রোগ্রাম, আধ্যাত্মিক প্রবচন ও বাবার ভিডিও৷

২রা জানুয়ারী ঃ সকালে–(৯–১১টা) (১) ইয়ূনিট সেক্রেটারী ও ইয়ূবিপি’দের মিটিং, (২) ভুক্তিপ্রধানদের প্রস্ততি মিটিং,

বিকেলে (৩–৪–৩০মিঃ)–

(১) এসিবি ও বিপি’দের মিটিং

(২) ছাত্র–শিক্ষকদের মিটিং

(৩) এলএফটি মিটিং৷ সন্ধ্যায় (৫টা–৯–৩০মি.)

(১) রাওয়া প্রোগ্রাম ও ছো নৃত্য

(২) রেনেশাঁ ইয়ূনিবার্স্যালের প্রেসিডেন্টের ভাষণ

(৩) বাবার ভিডিও

৩রা জানুয়ারী–সকাল (৯–১১টা) –সার্ক্ল, ডায়োসিস ও ডিট্ স্তরের মার্গী মিটিং ঃ দুপুরে (৩–৪–৩০মি)–অবধূত বোর্ডের মিটিং৷

সন্ধ্যায় –(৫–৯–৩০মি)–রাওয়া প্রোগ্রাম, জিএস ও জিএফএস–এর প্রতিবেদন পাঠ, পুরস্কার বিতরণ, বৈপ্লবিক বিবাহকারী পাত্র–পাত্রীদের আশীর্বাদ, ধর্মমহাসম্মেলনের মূল প্রবচন৷ বাবার ভিডিও ও বরাভয়মুদ্রা প্রদর্শন৷

প্রাত্যহিক সাধারণ কর্মসূচী

প্রাত্যহিক  সাধারণ কর্মসূচীতে বিশেষ জ্ঞাতব্য বিষয় হ’ল ঃ

     *    প্রেসিডেন্টের আধ্যাত্মিক প্রবচন–প্রতিদিন দুপুরে ১১–৩০ থেকে ১টা ও সন্ধ্যায় ৮টা থেকে ৯টায়৷

     *    সান্ধ্য সাংসৃক্তিক অনুষ্ঠান ৬টা থেকে ৮টা৷

     *    বাবার ভিডিও ৯ থেকে ১০–৩০ ...... ইত্যাদি৷