আন্তর্জাতিক যোগ দিবসে আনন্দমার্গের যোগ প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে আনন্দমার্গ প্রচারক সংঘের বিভিন্ন শাখায় যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ কলকাতা কেন্দ্রীয় আশ্রম বেহালা ক্ষুদিরামপল্লী আনন্দমার্গ জাগৃতিতে বহু ছাত্র-ছাত্রা যোগ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন৷

হুগলীতে যোগ প্রশিক্ষণ ঃ গত২১সে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাঁশবেড়িয়ার মিলনপল্লী মাধ্যমিক শিক্ষাসদনে একটি যোগাসন প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ বিদ্যালয়ের প্রায় ১৫০জন ছাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে৷ উক্ত অনুানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাননীয় শ্রী রাকেশ দাস৷ তিনি তাঁর ভাষণে যোগের উৎপত্তি, এর ব্যাপ্তি শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন৷এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস৷ তাঁর বক্তব্যে প্রধানতঃ উঠে আসে যোগব্যায়াম বা যোগাসনের উপকারিতা, ছাত্ররা যোগব্যায়াম করলে কি কি উপকারিতা লাভ করতে পারে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধুত৷ তিনি যোগের সম্পূর্ণ ধারণা, তার ইতিহাস সম্পর্কে ছাত্রদের অবগত করেন৷ তাঁর মূল উপস্থাপনা ছিল ছাত্রদের সঙ্গে নিয়ে বিভিন্ন যোগাসন প্রদর্শন এবং কোন আসনের কি উপকারিতা,কোন আসন কতক্ষণ ধরে করা উচিত ইত্যাদি৷ অনুষ্ঠানে বিশেষ করে জিত,অরিত্র এবং শুভঙ্করের যোগাসন প্রদর্শন উল্লেখ্য৷ সবশেষে ধ্যানের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে৷

বর্ধমান আনন্দমার্গ স্কুলে বর্ধমান বিশ্ববিদ্যালয় আইনস্টাইন রিসার্চ স্কলার হোস্টেলের ছাত্রদের নিয়ে একটি যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আয়োজন করেন বর্ধমান ডায়োসিস সচিব আচার্য দেবপমানন্দ অবধূত৷ মধূবনী ফুলপরাস জুনিয়র হাইস্কুলে ছাত্রাদের নিয়ে যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ পরিচালনায় ছিলেন অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা৷ এই দিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিশ্বের সর্বত্রই আনন্দমার্গের ইয়ূনিটে যোগ দিবস পালিত হয়৷