অনুধর্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করে  ভারতের কিছু পাওয়া ও  কিছু না পাওয়া

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

২০১৭ সালে অনুর্ধ-১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ভারত৷ এখন পুরোদমে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ভীরতীয় ফুটবল রসিকরা৷ প্রশংসা অবশ্যই প্রাপ্য ভারতীয় ফুটবল ফেডারেশনের---এই ধরণের আসর ভারতে করতে পারার জন্যে৷ ভারত আয়োজন দেশ বলেই সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে৷

ভারতের সবচেয়ে বড় পাওনা বিশ্বের ২৩টি দেশ যারা ফুটবলে ভারতের থেকে অনেক উন্নত তারা এই দেশে ফুটবল উপহার দিচ্ছে৷ ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ইংল্যাণ্ড, জার্মানি, আর্জেণ্টিনা প্রভৃতি দেশগুলির খেলোয়াড়রা তাদের ক্রীড়ানৈপুণ্য দেখাচ্ছেন৷ আমরা আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকার ফুটবল খুব কাছ থেকে দেখে বুঝতে পারছি কোচেদের চিন্তাধারা, বড় খেলোয়াড় তৈরী করার কৌশল৷

অর্থনৈতিকভাবে ভারত কতটা লাভ করতে পারবে এই বিশ্বকাপের আয়োজন থেকে সেটা ভবিষ্যৎই বলবে---তবে এটুকু বলা ভুল হবে না যে বিশ্ব ফুটবল মানচিত্রে ভারতে ফুটবলের যে উন্মাদনা তা চাক্ষুস উপলব্ধি করতে পারছে ভিন দেশের খেলোয়াড়-কোচ-দর্শকরা৷ ফুটবল র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা ভারত খুব যে পিছিয়ে আছে তা যে ঠিক নয় তা এখানে আসা কোচ, খেলোয়াড়রা স্বীকার করছেন৷ এমন অনেক খেলোয়াড় এখানে খেলছেন যাঁরা ভবিষ্যতে তাদের দেশের সিনিয়র দলে সুযোগ পাবেন, তারা বলছেন যে তাদের মনে যেন তারা নিজেদের দেশেই খেলছেন৷ এই সার্টিফিকেটই বিশ্ব ফুটবলে ভারতকে চিনিয়ে রাখল৷ আর না পাওয়ার মধ্যে রয়ে গেল ভারতীয় দল যে ফুটবল এখানে উপহার দিল---তাতে বোঝা গেল ভারত ভাল লড়াই করেছে কিন্তু এই বিশ্বকাপে সেই লড়াইয়ের ফলটা পেল না৷