আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত শনিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্থানের মাটি৷ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২৷ পরিসংখ্যান বলছে, ভূমিকম্পে ভেঙে পড়েছে প্রায়  ২০০০ বাড়ি৷

আফগানিস্তান বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র মোল্লা সাইক জানিয়েছেন, গত সোমবার আফগানিস্থানে ভূমিকম্পে প্রায় ৪০০০ হাজার লোকের মৃত্যু ঘটেছে৷ ১০০০ জন উদ্ধারকর্মীর ৩৫টি দল সে দেশে উদ্ধার চালাচ্ছে৷ ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে৷ আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন৷ এরপর গত বুধবার সকালে  আফগানিস্তান আবার কেঁপে ওঠে এর রিখটার স্কেলে মাত্রা ৬.৩৷ এই কম্পনের কেন্দ্রস্থল হেরাট শহর থেকে ২৯কিলোমিটার উত্তরে৷ হেরাট প্রদেশের জেন্ডা জান জেলার ১১টি গ্রাম ধবংসস্তুপে পরিণত হয়েছে৷ মোট আটটি ‘আফটার শক’ বাব ভূমিকম্প পরবর্তী কম্পন হয়েছে এই এলাকায়৷ রিখটার স্কেলেও বারে বারে আফটার শক ধরা পড়েছে৷ ত্রাণ ও উদ্ধারকাজের জন্য আফগান রেড ক্রিসেন্টকে দু লক্ষ আমেরিকান ডলার সাহায্য দিয়েছেন চিন৷ যা ভারতীয় মুদ্রায়  প্রায় ৬৬ লক্ষ টাকারও বেশি৷ চার দিন পর পর ভূমিকম্পের ফলে আফগানিস্তানের স্থানীয় মানুষদের অস্থায়ী বাসস্থান ও খাদ্য সরবরাহের ব্যবস্থা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বিভাগ৷