আর.জি.কর---অপরাধের উৎস বন্ধের দাবীতে গার্লস প্রাউটিষ্টের মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে আগষ্ট কলিকাতা আর.জি.কর মেডিকেল কলেজের নির্মম অত্যাচার হত্যাকাণ্ডের প্রতিবাদে অপরাধীদের কঠোর শাস্তি ও অপরাধের উৎস বন্ধের দাবীতে গার্লস প্রাউটিষ্টের কর্মীরা শহরে পথ পরিক্রমা করেন৷ প্রশাসনের পক্ষ থেকে শ্যামবাজারে পথ সভার অনুমতি না দেওয়ায় গার্লস প্রাউটিষ্টের কর্মীরা তিলজলা কার্যালয় থেকে বার হয়ে রুবি বিজন সেতু হয়ে গড়িয়াহাট, বালিগঞ্জ ফাড়ি প্রভৃতি এলাকায় পথ পরিক্রমা করে--- বিভিন্ন রাস্তার সংযোগ স্থলে বক্তব্য রাখেন গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ৷ তাঁদের দাবী ছিল আর.জি.করে বর্বরোচিত নারী নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে ও অপরাধের উৎস অশ্লীল সিনেমা, গান ও বিজ্ঞাপনে নগ্ণ নারীদেহ প্রদর্শন বন্ধ করতে হবে৷ মিছিলে নেতৃত্ব দেন গার্লস প্রাউটিষ্টের দিল্লী সেক্টরের সচিব অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, অবধূতিকা আনন্দরেখা আচার্যা, অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা প্রমুখ৷