সম্প্রতি আইপি.এল-এ দল কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা৷ তাঁর সংস্থা আরপিএসজির হাতেই এটিকে৷ যে দলের সঙ্গে সংযুক্ত হয়েছিল মোহনবাগান৷ দু’বছর আগে তৈরি হয়েছিল এটিকে মোহনবাগান৷ আইএসএল-এ খেলার ছাড়পত্র পেয়েছিল সবুজ মেরুন৷ গত বছর আইপিএল-এ লখনউ দলটি কিনে নিয়েছে আরপিএসজি সংস্থা৷ এর পরেই খবর রটে যায়, আরপিএসজি গ্রুপের অধীনস্থ সব খেলার দলগুলিকেই একটি ছাতার তলায় আনতে চাইছে তারা৷ সেটির নামও রটে যায়--- ‘আরপিএসজি স্পোর্টস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড৷’
এর পরেই মোহনবাগান সমর্থকরা আশা করতে শুরু করেন, মোহনবাগানের নামের আগে এটিকে লেখা হবে না৷ লিখতে হবে আরপিএসজি৷ কিন্তু আইএসএল এর নিয়ম অনুযায়ী, ক্লাবের নামের আগে কোনও সংস্থার নাম লেখা যায় না৷ এটিকে ও মোহনবাগান---দু’টি ক্লাব মিলে ফুটবল দল তৈরি হওয়ার কারণে এটিকে ও মোহনবাগান--- দুটি ক্লাব মিলে ফুটবল দল তৈরি হওয়ার কারণে এটিকে মোহনবাগান লেখা হয়৷ তাই প্রশ্ণ উঠতে শুরু করে আরপিএসজি সংস্থার নাম কী আদৌ লেখা যাবে মোহনবাগানের নামের আগে?
মঙ্গলবার যোগাযোগ করা হলে আরপিএসজি-র তরফে স্পষ্টই বলা হয়, ‘‘এটিকে মোহনবাগান একটি আলাদা কোম্পানি৷ কোনও ভাবেই এটিকে ও মোহনবাগান আলাদা হচ্ছে না৷’’
প্রসঙ্গত, দুই ক্লাবের সংযুক্তিকরণ হয়ে মোহনবাগানের নাম ‘এটিকে-মোহনবাগান’ হওয়ার পর থেকেই সমর্থকদের একাংশের দাবি ছিল এটিকে-র নাম সরিয়ে নেওয়ার৷ নেটমাধ্যমে তাঁরা ‘রিমুভ এটিকে’ স্লোগানও তুলেছিলেন৷ ক্লাবের বাইরে বিক্ষোভ দেখান৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ আইএসএল-এ এটিকে -মোহনবাগান নামেই খেলছে সবুজ-মেরুন৷ এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আরপিএসজি গ্রুপও সরাসরি জানিয়ে দিল, ক্লাবের নাম এটিকে-মোহনবাগানই থাকছে৷
সবুজ মেরুণ সমর্থকদের একাংশ বহুদিন ধরে দাবি করছিল শতাব্দী প্রাচীন ক্লাবের নামে সামনে থেকে এটিকে-র নাম সরাতেই হবে৷ কিন্তু সেই দাবী এবারও মান্যতা পেলনা৷ এবারও হল না ফুটবলপ্রেমী সমর্থকদের আশাপূরণ৷ এটা নিয়ে দিনের পর দিন নেটমাধ্যমে বেড়েই চলেছে শুধু জল্পনা৷ কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে তেমন কোন কিছুই হচ্ছে না৷মোহনবাগানের নাম থেকে সরবে না এটিকে
ক্রীড়াপ্রতিনিধি ঃ সম্প্রতি আইপি.এল-এ দল কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা৷ তাঁর সংস্থা আরপিএসজির হাতেই এটিকে৷ যে দলের সঙ্গে সংযুক্ত হয়েছিল মোহনবাগান৷ দু’বছর আগে তৈরি হয়েছিল এটিকে মোহনবাগান৷ আইএসএল-এ খেলার ছাড়পত্র পেয়েছিল সবুজ মেরুন৷ গত বছর আইপিএল-এ লখনউ দলটি কিনে নিয়েছে আরপিএসজি সংস্থা৷ এর পরেই খবর রটে যায়, আরপিএসজি গ্রুপের অধীনস্থ সব খেলার দলগুলিকেই একটি ছাতার তলায় আনতে চাইছে তারা৷ সেটির নামও রটে যায়--- ‘আরপিএসজি স্পোর্টস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড৷’
এর পরেই মোহনবাগান সমর্থকরা আশা করতে শুরু করেন, মোহনবাগানের নামের আগে এটিকে লেখা হবে না৷ লিখতে হবে আরপিএসজি৷ কিন্তু আইএসএল এর নিয়ম অনুযায়ী, ক্লাবের নামের আগে কোনও সংস্থার নাম লেখা যায় না৷ এটিকে ও মোহনবাগান---দু’টি ক্লাব মিলে ফুটবল দল তৈরি হওয়ার কারণে এটিকে ও মোহনবাগান--- দুটি ক্লাব মিলে ফুটবল দল তৈরি হওয়ার কারণে এটিকে মোহনবাগান লেখা হয়৷ তাই প্রশ্ণ উঠতে শুরু করে আরপিএসজি সংস্থার নাম কী আদৌ লেখা যাবে মোহনবাগানের নামের আগে?
মঙ্গলবার যোগাযোগ করা হলে আরপিএসজি-র তরফে স্পষ্টই বলা হয়, ‘‘এটিকে মোহনবাগান একটি আলাদা কোম্পানি৷ কোনও ভাবেই এটিকে ও মোহনবাগান আলাদা হচ্ছে না৷’’
প্রসঙ্গত, দুই ক্লাবের সংযুক্তিকরণ হয়ে মোহনবাগানের নাম ‘এটিকে-মোহনবাগান’ হওয়ার পর থেকেই সমর্থকদের একাংশের দাবি ছিল এটিকে-র নাম সরিয়ে নেওয়ার৷ নেটমাধ্যমে তাঁরা ‘রিমুভ এটিকে’ স্লোগানও তুলেছিলেন৷ ক্লাবের বাইরে বিক্ষোভ দেখান৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি৷ আইএসএল-এ এটিকে -মোহনবাগান নামেই খেলছে সবুজ-মেরুন৷ এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আরপিএসজি গ্রুপও সরাসরি জানিয়ে দিল, ক্লাবের নাম এটিকে-মোহনবাগানই থাকছে৷
সবুজ মেরুণ সমর্থকদের একাংশ বহুদিন ধরে দাবি করছিল শতাব্দী প্রাচীন ক্লাবের নামে সামনে থেকে এটিকে-র নাম সরাতেই হবে৷ কিন্তু সেই দাবী এবারও মান্যতা পেলনা৷ এবারও হল না ফুটবলপ্রেমী সমর্থকদের আশাপূরণ৷ এটা নিয়ে দিনের পর দিন নেটমাধ্যমে বেড়েই চলেছে শুধু জল্পনা৷ কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে তেমন কোন কিছুই হচ্ছে না৷