আর্থিক সমীক্ষার প্রতিবেদনে প্রকাশ করোনা মহামারীতেও বেড়েছে ধনবৈষম্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ২০২০-২১ আর্থিক বর্ষে করোনা মহামারীর মধ্যে দেশের গরীব মানুষের উপার্জন যেমন কমেছে তেমনি ধনকুবেরদের উপার্জন আরও বেড়েছে৷ এমনটিই প্রকাশ পেয়েছে অক্সফ্যাম ও পিপৰল্‌ রিসার্চ অন ইন্ডিয়ান্স কনজুমার ইকনমির দুটি সমীক্ষায়৷

সমীক্ষায় প্রকাশ দেশের ২০শতাংশ দরিদ্রতম মানুষের (২০২০-২১) বর্ষে আয় কমেছে ৫৩ শতাংশ, অপর দিকে ২০ শতাংশ ধনীতম পরিবারের আয় বেড়েছে ৩৯ শতাংশ৷ দেশে ধনী দরিদ্রের এই  আসমান -জমিন ধনবৈষম্যেই মোদি সরকারের আর্থিক দুরাবস্থার চিত্রটি তুলে ধরেছে৷ সমীক্ষায় তুলে ধরা প্রতিবেদনে দেখা যাচ্ছে--- পাঁচটি শ্রেণীতে ভাগ করে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে৷ দেখা যাচ্ছে একেবারে নীচের দিকে থাকা ২০ শতাংশ মানুষের আয় কমেছে ৫৩ শতাংশ৷ পরিসংখ্যায় দেখা শহরে গরীব মানুষের উপার্জন সবথেকে বেশী কমেছে৷ নীচের দিক থেকে দ্বিতীয় ২০ শতাংশ মানুষের আয় কমেছে ৩২ শতাংশ, পরবর্তী ধাপে ২০ শতাংশ মানুষ আয় কমেছে ৯ শতাংশ৷ তবে উচ্চ মধ্যবিত্ত ও ধনীতম পরিবারগুলোর আয় বেড়েছে৷ উচ্চ মধ্যবিত্তের আয় বেড়েছে সাত শতাংশ৷ একেবারে উপরে থাকা ২০ শতাংশ ধনী পকিবারগুলোর আয় বেড়েছে ৩৯ শতাংশ৷