অরুণোদয়

সংবাদদাতা
বিরূপাক্ষ
সময়

যতই ঘন হোক না কেন,

                রাতের অন্ধকার

আসবে ফিরে রাতের শেষে

                প্রভাত আবার৷

অন্ধকারে পিশাচের দল,

                করুক অট্টহাস্য

সূর্যোদয়েরর সঙ্গেই সব

                হবেই অদৃশ্য৷

নতুন সূর্য প্রাউট যেদিন

                হইবে উদিত,

গণতন্ত্রের মুখোশধারী

                রাত্রির পিশাচদের

                অবসান নেতৃত্ব৷৷

মানুষ জাতির দুঃখের রাত

                দূরে সরবেই,

সবার জীবনে অরুণোদয়

                হতে হবেই৷