৩০শে এপ্রিল
সেদিন বিজন সেতুর বুকে প্রকাশ্য দিবালোকে
অকস্মাৎ নেমে এসেছিল সূর্যহারা অরণ্যের অন্ধকার
শাসককুলের যত কুলাঙ্গার
ষড়যন্ত্রের নিশ্চিদ্র জালে করেছিল বিস্তার৷
মানব সেবায় নিবেদিত প্রাণ সপ্তদশ
অবধূত অবধূতিকা---
মিথ্যা গুজব অপবাদ তাদের জীবন
গ্রাস করেছিল আগুনের লেলিহান শিখা৷
কি যন্ত্রণা, কি নিষ্ঠুরতা, সাহায্যার্থে
চৌত্রিশ হাতে আকূল আবেদন হ’ল নিষ্ফল৷
পিশাচের অট্টহাসি, নরঘাতকের দল
তখন জড়বাদীদের জমানা,
ওরা ‘ধর্মেন হীনা’ তাই ‘পশুভি সমানা’৷
মনে পড়ে মহাভারতের সেই কলঙ্কিত অধ্যায়?
দ্রৌপদীর বস্ত্রহরণ---