August 2023

সারথি

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

তোমার পরশে ধন্য জীবন

ধ্যানেতে তোমার হয়েছি মগন,

স্বপন ঘোরে ফেলিয়া চরণ

তুমি অবারিত দ্বারে এলে৷

 

তোমার হরষে মেতেছে এমন

জীবনে এসেছে মধু লগন,

কানন কুসুমে সুরভি ছড়ায়ে

তুমি মাধুরী ভরিয়ে এলে৷

 

তোমার মহিমা জানি সে অপার

সরাও মনের যতেক আঁধার,

বাঁশরী তানে নাচিয়ে পরাণ

তুমি চেতনা জাগিয়ে এলে৷

 

আগমনে তোমার বাহিছে তুফান

আঘাত হেনেই বাঁচালে যে মান

ভাবজড়তায় করে খান খান

তুমি দাম্ভিকে হানি এলে৷

 

কল্যাণ তরে সমর্পিত প্রাণ

ফিনল্যাণ্ডে ট্যাম্পেয়ার ওপেন জিতলেন ভারতের টেনিস খেলোয়াড় সুমিত

ফিনল্যাণ্ডে গিয়ে ট্যাম্পেয়ান ওপেন ট্রফি জিতলেন তিনি৷ ফাইনালে হারালেন চেক প্রজাতন্ত্রের ডালিবর ভর্চিনাকে৷ ৬-৪, ৭-৫ গেমে জিতলেন সুমিত৷ এই নিয়ে চার বার এটিপি খেতাব পেলেন নাগাল৷ এ বছরে দ্বিতীয়৷ এর আগে এপ্রিলে গার্ডেন ওপেন জেতেন তিনি৷ বহুদিন পরে টেনিসে কোনও ভারতীয় খেলোয়াড় ট্রফি জিতলেন৷

অশোকনগরে মহিলা ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াই

  অশোকনগরের একটি সংঘটনের উদ্যোগে ‘লক্ষ্মী চক্রবর্তী সেন্টিনারি মহিলা ফুটবল প্রতিযোগিতা’র আসর বসেছিল এখানকার বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে৷ গত রবিবার ফাইনাল ম্যাচে দর্শক ঠাসা মাঠে হাবড়া গার্লস ফুটবল অ্যাকাডেমির হাড্ডা লড়াইয়ের পর টাইব্রেকারে দত্তপুকুর জাগ্রত সঙ্ঘ হারিয়ে দেয়৷ গত ১৫ই জুলাই থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা৷ জেলা ছাড়াও যোগ দিয়েছিল কলকাতার দলও৷ গত রবিবার বিকেলে  চূড়ান্ত পর্বের খেলায়  দুইটি দলই গলা ফাটান দর্শকেরা৷ প্রথমে খেলার রাশ ছিল দত্তপুকুরের খেলোয়াড়দের পায়ে৷ প্রথমার্ধেই দত্তপুকুরের হয়ে গোল করে শ্বেতা কুণ্ডু৷ দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৯মিনিট আগে বিপক্ষের বক্সে বিপক্ষ খেলোয়াড়ের

যোগ ও মনস্তত্ব বিষয়ে আলোচনা

ব্যাঙ্গালোর ঃ ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে মনস্তত্ব বিভাগ গত ১২ই জুলাই যোগ ও মনস্তত্বে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভাগীয় অডিটোরিয়ামে৷ আলোচনা সভার সভাপতি ছিলেন অধ্যাপক এম.সি নিবাস৷ আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত যোগ ও মনস্তত্বে  আনন্দমূর্ত্তিজীর অবদান নিয়ে মূল্যবান আলোচনা করেন৷ তিনি মনস্তত্বের চারটি শাখা জেনারেল সাইকোলজি, প্যারা সাইকোলজি,বায়ো-সাইকোলজি ও এ্যাপেক্স সাইকোলজি বিষয়ে বিস্তারিত বলেন৷

আমতায় শিশুতরু উৎসব

গত ১লা আগষ্ট আমতা সিটিসি বাসস্ট্যাণ্ডে জগদীশচন্দ্র বসু মঞ্চে আমতা আনন্দমার্গ স্কুলের উদ্যোগে ছাত্র-ছাত্রারা সাধারণ মানুষের হাতে  চারাগাছ তুলে দেয়৷ প্রায় ৯০০ চারাগাছ বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত এডিএম ফটিক চক্রবর্তী, আমতা স্কুলের প্রাক্তন শিক্ষক বরুণ বন্দ্যোপাধ্যায়, অশোক ধারা, তপন সাহা ও আমতার বহু বিশিষ্টজন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আমতা স্কুলের টিচার-ইন-চার্জ লক্ষ্মীকান্ত হাজরা ও সহ শিক্ষকবৃন্দ৷

 

ফ্যাসিষ্ট কালচার গ্রাস করছে দেশকে অপরাধের উৎস বন্ধ করতে হবে

বাঙালী ছাত্র-সমাজের সচিব তপোময় বিশ্বাস বলেন--- আজ মনিপুর নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে৷ প্রতিবাদের গর্জন দেশের বাইরেথেকেও শোণা যাচ্ছে৷ কিন্তু এই বর্বরতার শেষ কোথায়? ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে৷ কখনও কখনও অপরাধীর শাস্তিও হচ্ছে৷ কিন্তু অপরাধ বন্ধ হচ্ছে না৷ এই ধরণের অপরাধ বন্ধ করতে হলে শুধু অপরাধীকে শাস্তি দিলেই হবে না, অপরাধের উৎস খুঁজে বার করতে হবে৷

জেলায় জেলায় আনন্দমার্গের সেমিনার্

কৃষ্ণনগর দ্বিতীয় ডায়োসিস স্তরীয় ঃ গত ২১,২২ ও ২৩ জুলাই,২০২৩ মহা উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে ২১,২২ ও ২৩শে জুলাই শুক্র, শনি ও রবিবার নদীয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে ৮০জন প্রতিনিধির উপস্থিতিতে কৃষ্ণনগর মোমিনপার্কস্থিত জাগৃতি ভবনে আনন্দমার্গের সেকেন্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হল৷ ২১শে জুলাই সকাল ৯-৩০ থেকে ১২-৩০ মিঃ তিনঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের মধ্যে দিয়ে সেমিনারের শুভ সূচনা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন কৃষ্ণনগর নারী কল

শুধু ক্ষমতার হাত বদলে দেশ বাঁচবে না - বস্তা পচা অর্থনীতির ভোল বদল চাই

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

২০২৪ সালের নির্বাচনে মোদি সরকারের পতন ঘটাতে দেশের প্রধান বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া নামে মহাজোট ঘটন করেছে৷ যদিও  নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মত কিছু কিছু রাজ্যে জোট কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থাকলেও এই জোট সম্পর্কে প্রধানমন্ত্রীর অসৌজন্যমূলক মন্তব্যে একটা কথা স্পষ্ট এই জোট কেন্দ্রীয় শাসকদলের মনে আতঙ্ক ধরিয়েছে৷

প্রগতির আধার

এই পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে আজ থেকে প্রায় দশ লাখ বছর আগে৷ তখন থেকেই মানুষের মনে সুখপ্রাপ্তির এষণা ছিল, আজও আছে, সর্বদা থাকবে৷ এই সুখপ্রাপ্তির এষণার দ্বারা অর্থাৎ একটা মানসিক অভীপ্সার দ্বারা–যার পূর্ত্তির জন্যে মানুষ চেষ্টাশীল হয়–প্রেষিত হয়ে সুদূর অতীতে ধর্ম জীবনে পদার্পণ করেছিল৷ এই এষণা কেবল মানুষের মধ্যেই রয়েছে, জন্তু–জানোয়ারের মধ্যে নেই ৷  তবে হ্যাঁ, যে সব জন্তু–জানোয়ার মানুষের সংস্পর্শে বাস করে, মানুষের সঙ্গে যাদের একটা বোঝাপড়া হয়েছে তাদের মধ্যেও অল্প পরিমাণে এই এষণা রয়েছে৷ কিন্তু স্ফুটতরভাবে রয়েছে কেবল মানুষের মধ্যে৷ এই এষণা মানুষের মধ্যে রয়েছে বলেই তার নাম মানুষ৷ ‘মানুষ’ শব্দের

সমতট

প্রাচীন ৰাঙলা পাঁচটি অঞ্চলে বিভক্ত ছিল– রাঢ়, সমতট, ৰঙ্গ, ৰরেন্দ্র ও মিথিলা। মিথিলা বর্তমানে বিহারের অঙ্গভূত।

বঙ্গোপসাগরের বিশাল উপকূল এলাকা যাতে কোনো পাহাড়–পর্বত নেই কিন্তু যা পদ্মা ও ভাগীরথী নদীর বালুযুক্ত দোয়াঁশ মাটি দিয়ে তৈরী, ও যার মধ্যে অজস্র জলাশয়, যা খাল–বিল আর শাখানদীতে সমৃদ্ধ, সংস্কৃতে সেই অঞ্চলকে বলে ‘সমতট’, কথ্য ৰাংলায় বলে ‘বাগড়ী’। এই অঞ্চল প্রাকৃতিক সম্পদ আর সমৃদ্ধ কৃষিসম্পদে পূর্ণ। এইজন্যে সমতটকে বলা হত ‘‘সোণার ৰাঙলা’’, যে কারণে বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র লিখেছিলেন– ‘‘সুজলাং সুফলাং মলয়জ শীতলাং মাতরম্’’।